শিক্ষার্থীদের দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে সাফল্যের পথে এগিয়ে নেয়ার লক্ষ্যে, ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকেই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত বন্দর উপজেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠানটি আশেপাশের সকল মেয়ে শিক্ষার্থীদের জন্য স্বপ্ন পূরনের প্রাঙ্গন হিসেবে সমাদৃত।
প্রতিষ্ঠানটি বর্তমানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৩৩০০ ছাত্রী অধ্যয়ন করছে। প্রায় ৭০ জন দক্ষ শিক্ষকের সুনিপুন হাতের ছোঁয়ায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল বন্দর উপজেলায় শীর্ষস্থান দখল করে থাকে।
সততা,পরমসহিষ্ণুতা, অধ্যাবসায় এবং পরিশ্রম এই শব্দগুলি বিদ্যালয়ের প্রতিটি দেয়ালে যেন বার বার প্রতিফলিত হয় যা থেকে শিক্ষা নিয়ে একটি পূর্ণাঙ্গ মানুষের বৈশিষ্ট্য ধারণ করে শিক্ষার্থীরা দেশপ্রেমের উদ্দেশ্যে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে পরে। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে দূর্বার গতিতে।