শিক্ষক কর্মচারীর সংখ্যা | পরুষ | নারী | মোট |
---|---|---|---|
শিক্ষক | ০৮ জন | ০৫ জন | ১৩ জন |
অফিস সহকারী | ১ জন | ১ জন | |
গ্রন্থাগার | ১ জন | ১ জন | |
কর্মচারী | |||
শিক্ষার্থী | ৯০৬ জন |
বিদ্যালয়ের ইতিহাস….
প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা বিধৌত নদীর পূর্ব পার্শ্বস্থ বন্দর থানার অনগ্রসর নারী সমাজের শিক্ষার উন্নতিকল্পে প্রায় ৫৯ বছর পূর্বে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিগণ একটি বালিকা বিদ্যালয় স্থাপনে এক মহতী উদ্যোগ গ্রহণ করেন। এ উদ্যোগের পুরোধায় ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি জনাব মোঃ ফরিদ উদ্দিন (এম এ)। ১৯৫৯ সালে তাঁর উদ্যোগের প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়ে এগিয়ে আসেন বন্দর বি এম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের তৎকালিন প্রধান শিক্ষক জনাব রইস উদ্দিন আহমেদ ও এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।