বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ

সভাপতির বাণী

দার্শনিক নেপোলিয়ন বলেছেন “তুমি আমাকে শিক্ষিত মা দাও ,আমি তোমাকে শিক্ষিত জাতি দিব ” ।

এ লক্ষ্যেই আলোকিত জনগোষ্ঠী গড়তে নদী-বিধৌত শীতলক্ষ্যার পূর্ব প্রান্তে অনেক প্রতিকূল অবস্থায় নারী জাগরণের জন্য বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৫৯ সালে ।স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালে এই বিদ্যালয়ের মাঠে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং অনুষ্ঠিত হয় । আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ।আমরা আরও স্মরণ করছি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সকল সদস্যকে ।

২০০৭ সালে বিদ্যালয়টি কলেজে রূপান্তরিত হয়েছে ,আজ আর বন্দরবাসী তাদের আদরের সন্তান কে ঝড়-বৃষ্টির মুখে নদী পার হয়ে দূরবর্তী স্কুল কলেজে যেতে হয় না । বাড়িতে থেকেই মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে পড়াশোনা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এই প্রতিষ্ঠানে রয়েছে প্রায় ৩৩০০ জন্য শিক্ষার্থী , ৭০ জন ট্রেনিং প্রাপ্ত উচ্চ শিক্ষিত শিক্ষক -শিক্ষিকা ।
পর্যাপ্ত ভবন তৈরি করে দিয়েছে বর্তমান সরকার , এখন আর ক্লাশ রুমের সংকট নেই। মান সম্পন্ন ডিজিটাল মাধ্যমে ক্লাশ করার জন্য রয়েছে মাল্টিমিডিয়া ও হোয়াইট বোর্ড ।প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ,স্কাউটিং,বৃক্ষ রোপন ও সামাজিক দায়িত্ব পালন করে চলছে।ইতোমধ্যে এই প্রতিষ্ঠান থেকে অনেক ডাক্তার ,বিচারপতি ,শিক্ষাবিদ ,কৃষিবিদ, রাজনীতিবিদ তৈরি হয়েছে ।এই প্রতিষ্ঠানের শিক্ষা হবে ভবিষ্যৎ মুখী, বাস্তবমুখী ও বিজ্ঞানভিত্তিক।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে একটি কম্পিউটার ল্যাব সহ প্রত্যেক শ্রেণীর জন্য বিজ্ঞানভিত্তিক ল্যাব রয়েছে এবং এখানে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হয়।চতুর্থ শিল্প বিপ্লবকে ফলপ্রসূ করতে ডিজিটাল করনের বিকল্প নেই ,ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষাক্ষেত্রে। যুগে যুগে নারীরা বহু সমাজ, দেশ এবং রাষ্ট্র গড়ার পেছনে ভূমিকা রেখেছে । বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ থেকে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা গ্রহণ করে ভাল মানুষ হওয়ার অঙ্গীকার নিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নিচ্ছেন।

 

জয় বাংলা।জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবি হউক।

মোঃ মাসুদুর রহমান
সভাপতি, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ
পরীক্ষা নিয়ন্ত্রক ( এল পি আর ) ও সিনেট সদস্য , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

©বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ কর্তৃক সংরক্ষিত ২০২৩

কারিগরি সহায়তা: